চাকসু নির্বাচন: প্রথম দিনে ২৮ মনোনয়নপত্র বিক্রি

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ২৮টি ফরম বিক্রি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এর মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন ২৬ জন।

সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন সাতজন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন নিয়েছেন দুইজন করে। এ ছাড়া হল সংসদের জন্য আরও দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—এর মধ্যে ছাত্র হলের একজন এবং ছাত্রী হলের একজন। পাশাপাশি সংগঠিতভাবে দ্রোহ পর্ষদ’ নামের একটি প্যানেলও মনোনয়নপত্র নিয়েছে। প্যানেলের জিএস প্রার্থী ইফাজ উদ্দীন আহমেদ বলেন, আমরা বিগত সময়ে কোনোরকম চাঁদাবাজি, হলদখল বা কোনো অন্যায়ের সঙ্গে ছিলাম না। শিক্ষার্থীদের যৌক্তিক সকল আন্দোলন সংগ্রামে পাশে ছিলাম। শিক্ষার্থীরা সেই প্রতিদান দেবে।

অন্যদিকে, নির্বাচন কমিশন চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী। ফলে এবারের নির্বাচনে মোট ভোটার দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। তবে ছাত্র ও ছাত্রী আলাদা করে সংখ্যা জানানো হয়নি। কমিশনের সদস্যসচিব একেএম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, সোমবার বা মঙ্গলবারের মধ্যে এই পরিসংখ্যান প্রকাশ করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল রয়েছে। এর মধ্যে পাঁচটি হল ছাত্রীদের জন্য এবং বাকি ১০টি হল ছাত্রদের জন্য নির্ধারিত।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G