পুকুরে ১০০ ডুব দিতে গিয়ে মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজিতে ঠান্ডা পানিতে টানা ১০০ বার ডুব দিয়ে প্রাণ হারিয়েছেন বাবুল মোল্লা নামে এক কৃষক।
ঘটনাটি ঘটে ২৫ ডিসেম্বর। ডুব শেষ করে তিনি নিজে থেকেই পানির ওপরে উঠে আসেন। কিন্তু উঠে আসার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে—পানির ভেতর নয়, পানির বাইরে উঠেও কি মানুষ মারা যেতে পারে? বিশেষজ্ঞদের মতে, উত্তর হলো হ্যাঁ, পারে—বিশেষ করে শীতকালে।
ঠান্ডা পানিতে বারবার ডুব দিলে শরীর হঠাৎ তীব্র ঠান্ডার ধাক্কা খায়। এতে রক্তনালিগুলো সংকুচিত হয়ে হৃদ্যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এই অবস্থাকে বলা হয় কোল্ড শক। কোল্ড শকের ফলে হৃদ্স্পন্দন অস্বাভাবিক হয়ে যেতে পারে, শ্বাসপ্রশ্বাসের ছন্দ ভেঙে যায় এবং মারাত্মক হার্ট অ্যারেস্ট পর্যন্ত ঘটতে পারে।
এর সঙ্গে যুক্ত হয় আরেকটি বড় ঝুঁকি—১০০ বার ডুব দেওয়ার ফলে শরীরের বিপুল শক্তি ও অক্সিজেন দ্রুত নিঃশেষ হয়ে যায়। ঠান্ডা পানিতে পেশি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। বাইরে উঠে এলেও শরীর তখন আর সেই ধকল সামলাতে পারে না। ফলে হঠাৎ শরীর ভেঙে পড়া এবং মৃত্যু ঘটতে পারে।
এই ঘটনা স্পষ্ট করে দেখিয়ে দেয়, শীতে সাহস দেখানোর বাজি জীবনঘাতী হতে পারে। কয়েকশ টাকার লোভ বা মুহূর্তের চ্যালেঞ্জের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা কখনোই নিরাপদ নয়।
বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে খুব ঠান্ডা পানিতে হঠাৎ নামা, বারবার ডুব দেওয়া বা দীর্ঘ সময় পানিতে থাকা মারাত্মক ঝুঁকিপূর্ণ। শরীর প্রস্তুত না থাকলে পানিতে নামা উচিত নয়, আর কোনো অবস্থাতেই বাজি বা চ্যালেঞ্জের নামে এমন কাজ করা উচিত নয়।
প্রতি /এডি /শাআ











