শীতের আগমনীতে সবজি আবাদে ব্যস্ত মাদারীপুরের কৃষকরা

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২৫ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

শীত মৌসুম ঘনিয়ে আসতেই মাদারীপুরের পাঁচ উপজেলার কৃষকরা এখন শীতকালীন শাকসবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ বলছে, নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনেই এবার গুরুত্ব দেওয়া হয়েছে।

চলতি মৌসুমে জেলায় চার হাজার ৩২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বছরজুড়েই বিভিন্ন উপজেলায় নানান ধরনের সবজি উৎপাদন হলেও শীতকালীন ফসলেই কৃষকদের থাকে বাড়তি নির্ভরতা। প্রতিদিন নগদ আয় হওয়ায় সবজি চাষে আগ্রহও বেড়েছে তাদের।

জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, আলু, বিভিন্ন শাক, গাজর, শসা, সিম, মুলা, লাউ, মরিচসহ নানা রকম সবজি রোপণ শুরু হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার বাহেরচর কাতলা গ্রামের কৃষক মুজাম বাদশা জানান, এ মৌসুমে তিনি ৩০ শতক জমিতে সবজি আবাদ করছেন। অন্যদিকে শিবচর উপজেলার চরলক্ষী গ্রামের কৃষক আলমগীর মোল্লা ১৩ বিঘা জমিতে লাউ, শসা, ঢেড়শ, বেগুনসহ নানা সবজি লাগিয়েছেন।

কুতুবপুর ইউনিয়নের তামিম মাদবর বলেন, কৃষি বিভাগের পরামর্শে তিনি এবার ৪০ শতাংশ জমিতে শসার চাষ শুরু করেছেন। এতে ৫০ হাজার টাকা খরচ করে ইতোমধ্যে ৭০ হাজার টাকার শসা বিক্রি করেছেন। তার মতে, বারোমাসি সবজি উৎপাদনের মাধ্যমে এখানকার কৃষকরা ভালো আয় করছেন, ফলে সংসারে ফিরছে স্বচ্ছলতা।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার সদর উপজেলায় এক হাজার ১০ হেক্টর, কালকিনি ও ডাসার উপজেলায় এক হাজার ৪০০ হেক্টর, রাজৈর উপজেলায় ৮০০ হেক্টর এবং শিবচর উপজেলায় এক হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি কর্মকর্তা ড. রহিমা জানান, কৃষকদের সহায়তায় ইতোমধ্যে বিনা মূল্যে বীজ ও সার প্রদানসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের মতো এবারও কৃষকরা ভালো লাভ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G