আমদানি বন্ধ ও সরবরাহ সংকটে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম

প্রকাশঃ নভেম্বর ৮, ২০২৫ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ বিশেষ

চট্টগ্রাম নগরীতে ভ্য্যান থেকে পেয়াজ কিনছে নগরবাসী। ছবি: জাকির হোসেন/টাইমস অব বাংলাদেশ

দেশজুড়ে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। চট্টগ্রামের বাজারে কেজিপ্রতি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৮০–৮৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ থাকা এবং নতুন মৌসুমের ফলন বাজারে না আসায় এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

দেশের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজ ১২০ টাকার নিচে মিলছে না। নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। পাইকারি বাজার খাতুনগঞ্জেও এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০–২৫ টাকা বেড়েছে। এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১১০ টাকায়, যা আগে ছিল ৭৫–৮৫ টাকা।

বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞে্জর  ব্যবসায়ী নেতা মোহাম্মদ ইদ্রিস বলেন, “ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় সরবরাহ কমে গেছে। স্থানীয় ফলন পুরোপুরি বাজারে না আসায় দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে বাজার আবার স্থিতিশীল হবে।”

আড়তদাররা বলছেন, মৌসুমের শেষ সময়ে পেঁয়াজের মজুত কমে যাওয়ায় চাহিদার চাপ তৈরি হয়েছে। তারা মনে করছেন, সরকার যদি দ্রুত আমদানিতে ছাড় দেয় বা নতুন পেঁয়াজ বাজারে আসে, তাহলে দাম কিছুটা কমে আসবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমদানি বন্ধ ও সরবরাহ ঘাটতির এই পরিস্থিতি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। নতুন মৌসুমের পেঁয়াজ ডিসেম্বরের দিকে বাজারে এলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G