শীতে চোখের ঝুঁকি বেশি, সতর্ক না হলে দৃষ্টিশক্তি নষ্টের আশঙ্কা

প্রকাশঃ ডিসেম্বর ২২, ২০২৫ সময়ঃ ১০:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ অপরাহ্ণ

শীত মৌসুমে চোখের যত্নে অবহেলা করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে—এমন সতর্কতা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞরা। তাদের মতে, গ্রীষ্মের তুলনায় শীতকালে চোখের সমস্যার আশঙ্কা আরও বেশি থাকে, বিশেষ করে কর্নিয়ার আলসারের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

বিশেষজ্ঞরা জানান, শীতের শুষ্ক বাতাস চোখের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দেয়। একই সঙ্গে বাতাসে ধুলাবালি, ধোঁয়া ও ক্ষতিকর কণার পরিমাণ বেড়ে যাওয়ায় চোখ সহজেই আক্রান্ত হয়। শহর ও শিল্পাঞ্চলে বসবাসকারীরা এ ঝুঁকিতে বেশি থাকেন। বাইরে কাজ করা মানুষ ও শিশুরাও সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকেন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শুষ্কতার কারণে চোখের কর্নিয়ায় সূক্ষ্ম ক্ষত সৃষ্টি হতে পারে। এসব ক্ষতস্থানে জীবাণু বা ধুলাবালি ঢুকলে কর্নিয়ার আলসার দেখা দেয়। সময়মতো চিকিৎসা না হলে এ রোগ স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে।

কর্নিয়ার আলসারের সাধারণ লক্ষণ

চিকিৎসকদের মতে, এ রোগে আক্রান্ত হলে সাধারণত—

চোখ অস্বাভাবিক লাল হয়ে যায় ও পানি ঝরতে থাকে

চোখে তীব্র ব্যথা বা খচখচ অনুভূত হয়

ঝাপসা দেখা বা আলো সহ্য করতে কষ্ট হয়

চোখের মণির ওপর সাদা বা ধূসর দাগ দেখা যেতে পারে

কেন কর্নিয়ার আলসার ভয়ংকর

কর্নিয়া চোখের সবচেয়ে সংবেদনশীল ও স্বচ্ছ অংশ। এতে আলসার হলে—

কর্নিয়ায় স্থায়ী দাগ পড়ে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে

ক্ষত গভীর হলে কর্নিয়া ছিদ্র হয়ে চোখের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে

কিছু সংক্রমণ দ্রুত ছড়িয়ে পুরো চোখ নষ্ট করে দিতে পারে

জটিল ক্ষেত্রে অস্ত্রোপচার করে চোখ অপসারণের প্রয়োজনও হতে পারে

চিকিৎসা ও প্রতিরোধ

চিকিৎসকেরা বলছেন, চোখে অস্বাভাবিক উপসর্গ দেখা দিলেই দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। প্রয়োজন অনুযায়ী অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল ড্রপ ব্যবহার করা হয়।

প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ—

বাইরে বের হলে সানগ্লাস বা সুরক্ষামূলক চশমা ব্যবহার করা

চোখে হাত দেওয়ার অভ্যাস কমানো

প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে নেওয়া

চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো আইড্রপ ব্যবহার না করা

চিকিৎসকদের মতে, শীতকালে চোখের যত্নে সামান্য অবহেলাও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই এ সময় চোখের সুরক্ষায় বাড়তি সচেতনতা জরুরি।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G