রংপুরে সরিষার বাম্পার ফলন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

081চলতি রবি মৌসুমে রংপুর অঞ্চলে সরিষার বাম্পার ফলন হয়েছে। সেই সাথে আবাদের লক্ষ্যমাত্রাও অতিক্রম করেছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএই) উদ্যান বিশেষজ্ঞ খন্দকার মো. মেসবাউল ইসলাম প্রতিক্ষণকে জানান, চলতি মাসে থেকে কৃষকরা সরিষা ফসল তোলা শুরু করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, এই অঞ্চলে চলতি মৌসুমে ৩০ হাজার ৬৫১ টন তৈলবীজের জন্য সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৬ হাজার ৬৩২ হেক্টর জমি, কৃষকরা আবাদ করেছে ৩০ হাজার ৯৫৯ হেক্টর জমিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও এনজিও থেকে চলতি মৌসুমে সরিষা চাষ কর্মসূচি সফল করতে কৃষকদের মাঝে উন্নতমানের সরিষা বীজ বিতরণ সহ স্থানীয় ব্যাংকগুলো কৃষিঋণ প্রদান করেছে।

রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারীর সুবিস্তৃত নদী অববাহিকায় সরিষার ফলন কৃষকের ঘরে ওঠা শুরু হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সরিসার বাম্পার ফলন ও চমৎকার মূল্য পেয়ে কৃষকরা আরও বেশি জমিতে আবাদে আগ্রহী হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রিয়াদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G