কাঁদলেন তাসকিন

প্রথম প্রকাশঃ নভেম্বর ২, ২০২২ সময়ঃ ৮:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বির্তক। কারন এর পেছনে থাকে অনেক গল্প। এবারও আইসিসি+ভারত অনেক গল্পের জন্ম দিয়েছে। সঙ্গে ম্যাচের মধ্যখানে যোগ দিল বৃষ্টি। তীরে এসে তরী ডুবিয়েছে বৃষ্টি। আজকের ম্যাচও। টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে টাইগাররা শেষ বল পর্যন্ত লড়েছে। ভেঁজা মাঠে কাঙ্ক্ষিত জয় আসেনি। ম্যাচটি বাংলাদেশ হেরেছে ৫ রানে।

এমন হারের পর আবেগটা ধরে রাখতে পারেননি টাইগার পেস বোলার তাসকিন আহমেদ। অ্যাডিলেড ওভালে বল হাতে দুর্দান্ত শুরু এনে দেওয়ার পর ব্যাট হাতেও বেশ খেলেছেন তিনি। তবে ৭ বলে ১২ রানের অপরাজিত ইনিংসটা যে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না! ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন তাসকিন। গত ম্যাচে ম্যাচসেরার পুরষ্কার জেতা তাসকিন এবার হতাশ হলেন উইকেট না পেয়ে। তার কান্নাভেজা চোখ টাইগারভক্তদের আবেগতাড়িত করেছে।

৪ ওভার হাত ঘুরিয়ে দলের সবচেয়ে কম রান দিলেন পেসার তাসকিন। কোনো উইকেট না পেলেও নিজের কোটা শেষ করতে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G