খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, গুইমারায় দোকানে অগ্নিসংযোগ

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। এর মধ্যেই রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গুইমারার রামছু বাজারে কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় পাহাড়ি ব্যবসায়ীরা।
ঘটনার সময় বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে সেনাবাহিনীর সদস্যসহ কয়েকজন অবরোধকারী আহত হন। তবে এ বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অবরোধের কারণে জেলার অভ্যন্তরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ সমর্থকরা বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড বসিয়েছে। ফলে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষও আতঙ্কে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহলে রয়েছে। জরুরি কাজ ছাড়া বাইরে না বের হওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
এর আগে শুক্রবার আধাবেলা ও শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে সংঘাত বাড়তে থাকায় শনিবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু এর মধ্যেই শনিবার সন্ধ্যায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর জের ধরেই ‘জুম্ম (পাহাড়ি) ছাত্র-জনতা’ অনির্দিষ্টকালের জন্য এই অবরোধের ডাক দেয়।
এদিকে অশান্ত পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি ও বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় তিনি এ আহ্বান জানান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G