ব্রাজিলের গম নিয়ে হাইকোর্টে রুল

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

HIGHCOURTব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী কি না– খাদ্য অধিদফতরের মহাপরিচালককে তা পরীক্ষা করে ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট।

মঙ্গলবার দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত আমদানি করা গম কেন পরীক্ষার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। খাদ্য মন্ত্রণালয়ের অধীন পচা গম আমদানির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন এ্যাডভোকেট পাবেল মিয়া।

রিটে খাদ্য সচিব, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও দুর্নীতি দমন কমিশনকে বিবাদী করা হয়।

খাদ্য মন্ত্রণালয় সম্প্রতি ব্রাজিল থেকে গম আমদানি করে। পরবর্তী সময়ে ওই গম মানহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর মর্মে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা যায়।

সর্বশেষ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষার ফলে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা গম নিম্নমানের।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G