সিলেট সমাবেশ : পরিবহণ ধর্মঘট প্রসঙ্গে বিএনপি নেতার হুঙ্কার

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২২ সময়ঃ ১:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০২ পূর্বাহ্ণ

সিলেট প্রতিনিধি

খুলনা, রংপুর, বরিশাল আর ফরিদুপরের পর এবার বিএনপির বিভাগীয় সমাবেশ সিলেট শহরে। এ নিয়ে সিলেট বিএনপির নেতা-কর্মীদের মাঝে উত্তেজনার কোন কমতি নেই। সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে চলছে নানা ধরনের প্রস্তুতি। নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

স্মরণকালের বড় সমাবেশ করে সরকারকে কড়া বার্তা দিতে চায় বিএনপি। ৪ লাখের বেশি মানুষ অংশ নিবে বলে আশা করছে বিএনপির নেতারা। আগামী ১৯ নভেম্বর সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে চার লাখ মানুষের গণজমায়েত হবে বলে আশাবাদী বিএনপির নেতারা পরিবহণ নিয়েও ভাবছে।

এরই মধ্যে সমাবেশকে ব্যর্থ করতে সরকার অন্য বিভাগীয় সমাবেশের মতো পরিবহণ ধর্মঘট ঘটাবে বলে শংকায় আছে সিলেটের নেতা-কর্মীরা। কিন্তু এটা হতে দেবে না বিএনপি এমন ঘোষণাই দিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য আনিসুল হক চৌধুরী।

পুরো দমে যখন সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে তখন আনিসুল হক সরজমিনে গিয়ে তা পরিদর্শন করলেন। সেখানই কথা হয় সাংবাদিকদের সঙ্গে।

১৯ নভেম্বর পরিবহণ ধর্মঘট প্রসঙ্গে কেন্দ্রিয় কমিটির সদস্য বলেন, ‘আমরা পরিবহণ ও মালিক সমিতির সকলের সাথে কথা বলেছি। আমরা জানি শতকরা ৯৯ ভাগ মালিক-শ্রমিক এই ধর্মঘটের পক্ষে নন। তাদের নাম ব্যবহার করে জোড় করে ধর্মঘট চালিয়ে দেয়া হয়েছে। আপনাদের মাধ্যমে একটি বিষয় পরিস্কার করে বলছি, সিলেটের মালিক-শ্রমিক কেউ কোন ধর্মঘটের পক্ষপাতি না। তারপরও কেউ যদি তাদের নাম ব্যবহার করে ব্লাকমেইল করতে চায়, তাহলেও পরিবহণ চলবে। স্টিয়ারিংয়ের পাশে আমরা চালকের সঙ্গে বসা থাকব। সিলেটের এই সমাবেশকে কোন চক্রান্ত করে খাটো করা যাবে না। কেউ যদি এমন মন-বাসনা পোষণ করে থাকে, তাদের প্রতি আমার বিনিত ছোট্ট একটি পরামর্শ ‘এ গুলো ভূলে যান, বরং সভায় আসেন, শুনেন আমরা কি বলতে চাই। কেন এই সরকারকে আমরা অযোগ্য মনে করি! আমাদের যুক্তি গুলি শুনে যান, আপনাদের জন্য আসন সংরক্ষিত থাকবে।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G