হৃৎপিণ্ডের সুস্থতায়

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

heartমানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হৃৎপিন্ড।প্রতিদিন নানা অনিয়মের কারণে হৃৎপিণ্ডে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। ফলে প্রায়ই হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু এ অবস্থা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন। যদি আপনিও নিম্নবর্ণিত বিষয়গুলোকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করেন।

মূলত হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে ৮ ধরনের খাদ্য গ্রহণ একান্ত জরুরি। যার ভেতর দিয়ে আপনি অনেকটাই নিরাপদ থাকতে পারেন।
১. কমলালেবু

কমলা লেবুতে হার্টের ক্ষতিকারক গ্ল্যাকটিন-৩ প্রোটিনের মাত্রা কমাতে সাহায্য করে।

২. সূর্যমুখীর বীজ

সূর্যমুখীর বীজে ওমেগা থ্রি ফ্যাটি এসিড এবং আঁশ আছে৷ আঁশ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

৩. পপকর্ন

টিভি দেখতে দেখতে পপকর্ন খাওয়ার অভ্যাস অনেকেরই আছে৷পপকর্ন অর্থাৎ ভুট্টায় পর্যাপ্ত মাত্রায় পলিফেনলস আছে। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের জন্য ভালো৷

৪. মধু

পুষ্টিবিদ ক্রিস্টেন বলেছেন, মধু প্রাকৃতিক চিনি৷ এটা হৃৎপিণ্ডের জন্য ভীষণ উপকারী৷ মধু হৃৎপিণ্ডে কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখে।

৫. ডাল

ফিটনেস ট্রেইনার জোয়েল হারপার এর মতে, সবধরনের ডাল হৃৎপিণ্ডের জন্য ভালো৷ এগুলোতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আছে আঁশ৷ এছাড়া ক্যালসিয়ামও রয়েছে প্রচুর পরিমাণে।

৬. ডিম

স্বাস্থ্য বিশেষজ্ঞ অলি সাপিরো বলেছেন, ডিমের হলুদ অংশে ভিটামিন কে-২ রয়েছে, যা হৃৎপিণ্ডে ট্রাফিক পুলিশের মতো কাজ করে৷ এটি খেলে ধমনীর দেয়াল শক্ত হয় না।

৭. ডার্ক চকলেট

যারা চকলেট পছন্দ করেন, তাদের জন্য আনন্দের বিষয়৷কার্ডিওভাসকুলার রোগ থেকে রক্ষা করে চকলেট, তবে অতিরিক্ত ডার্ক চকলেট খাওয়া ভালো নয়।

৮. কফি

চিকিৎসকদের মতে, দিনে দুই কাপ কফি আপনার হৃৎপিণ্ডকে সব রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G