অপারেশন করে পেট থেকে বেরোলো চামচ-টুথব্রাশ

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০২৬ সময়ঃ ৯:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশে এক অস্বাভাবিক চিকিৎসা ঘটনায় চিকিৎসকরাও রীতিমতো বিস্মিত। তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এক ব্যক্তির শরীর থেকে বেরিয়ে এসেছে এমন সব বস্তু, যা সাধারণভাবে কল্পনাও করা কঠিন।

হাপুর জেলার বাসিন্দা ৩৫ বছর বয়সী শচীন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সিদ্ধান্তে তাকে গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখা হয়। সেখানেই শুরু হয় তার জীবনের আরেক ভয়ংকর অধ্যায়। কয়েক সপ্তাহ ধরে পেটে অসহনীয় ব্যথা সহ্য করার পর তাকে হাসপাতালে নেওয়া হলে এক্স-রে ও সিটি স্ক্যানে ধরা পড়ে চাঞ্চল্যকর সত্য।

চিকিৎসকদের অস্ত্রোপচারে শচীনের পেট থেকে বের করা হয় ২৯টি স্টিলের চামচ, ১৯টি টুথব্রাশ এবং দুটি কলম। প্রথমে এন্ডোস্কোপির মাধ্যমে সেগুলো বের করার চেষ্টা করা হলেও ভেতরে জমে থাকা বিপুল পরিমাণ বস্তু থাকায় অস্ত্রোপচারই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়।

চিকিৎসকদের জিজ্ঞাসাবাদে শচীন জানান, নিরাময় কেন্দ্রে খাবারের স্বল্পতা ও দীর্ঘ সময়ের ক্ষুধা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। ক্ষোভ ও হতাশা থেকে তিনি ধীরে ধীরে ধাতব চামচসহ বিভিন্ন জিনিস গিলে ফেলতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেটাই ভয়াবহ শারীরিক জটিলতায় রূপ নেয়।

অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক জানান, এ ধরনের ঘটনা সাধারণত গুরুতর মানসিক সমস্যায় ভোগা রোগীদের মধ্যেই দেখা যায়। মাদকাসক্তির পাশাপাশি শচীনের মানসিক স্বাস্থ্যের দিকটিও এই ঘটনার পেছনে বড় ভূমিকা রেখেছে।

এই ঘটনা শুধু একটি চিকিৎসা বিস্ময় নয়, বরং এটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর তদারকি, রোগীদের মানসিক যত্ন এবং মানবিক ব্যবস্থাপনার গুরুত্ব নতুন করে সামনে এনে দিয়েছে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G