অস্ত্র ও মাদকসহ ৩ ছাত্রলীগ কর্মী আটক

প্রথম প্রকাশঃ মে ৫, ২০১৭ সময়ঃ ৮:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২০ অপরাহ্ণ

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন কটেজ ও বাসায় অভিযান চালিয়ে ২নং গেট এলাকা থেকে একটি শাটার গান ও মাদকসহ চবি ছাত্রলীগের সদ্য স্থগিত কমিটির তিন নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চবি ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আবু বকর তোহা, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নেওয়াজ উদ্দিন ও সহ সম্পাদক জাহাঙ্গীর রাসেল। এদের মধ্যে নেওয়াজ ও রাসেলের কাছ থেকে অস্ত্র ও মাদক দ্রব্য পাওয়া যায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা সন্ধ্যায় প্রতিক্ষণ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তার কাছে জানতে চায়লে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার দায়ে তাদের আটক করা হয় এবং বিভিন্ন মামলার আসামিদের আটক করতে অভিযান এখনো চলছে।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রশাসনের অনুমতিতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে তল্লাশি চালিয়ে শাহ আমানত হল থেকে ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি হল থেকে রামদা, রড ও লাঠিশোটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলের সামনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সাতজন আহত হন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G