খ্যাতিমান চিকিৎসক ও প্রাক্তন সংসদ সদস্য ডা. এ কে এম কামরুজ্জামান খাঁনের ইন্তেকাল
প্রতিক্ষণ ডেস্ক
দেশের খ্যাতিমান মনোরোগ চিকিৎসক, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রাক্তন সফল সংসদ সদস্য ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ডা. এ কে এম কামরুজ্জামান খাঁন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. কামরুজ্জামান খাঁন ছিলেন বাংলাদেশে মনোরোগ চিকিৎসা ক্ষেত্রে একজন অগ্রগণ্য চিকিৎসক। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য রোগীকে সেবা দিয়েছেন এবং দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ডক্টরস এসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
চিকিৎসা সেবার পাশাপাশি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তিনি স্থানীয় শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি রাজনৈতিক জীবনেও ছিলেন সৎ ও জনপ্রিয়। প্রাক্তন সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে রেখেছেন বিশেষ ভূমিকা। পরিচ্ছন্ন রাজনীতির ধারক এই নেতার চলে যাওয়া তাঁর পরিবার, সহকর্মী, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ডা. কামরুজ্জামান খাঁনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।










