গবেষণা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের চাবিকাঠি: আব্দুল মান্নান

প্রথম প্রকাশঃ মে ১৩, ২০১৭ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ণ

মো. আউয়াল মিয়া, বাকৃবি প্রতিনিধি:

যে কোনো গবেষণাই মূলত বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের চাবিকাঠি। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি আরও ব্যাপক করতে হবে।

আজ শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দু’দিনব্যাপী ২০১৫-১৬ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান একথা বলেন।

বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. জসিম উদ্দিন, এ.সি.আই. এর কৃষিব্যবসার নির্বাহী পরিচালক ড.এফ.এইচ. আনসারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনুষদের ডিন ও শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এতে পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

উল্লেখ্য, গত দুই বছরে ৩৩৫টি প্রজেক্টের আওতায় মোট ১৭৭৮টি গবেষণা সম্পন্ন করেছে গবেষণা প্রতিষ্ঠান বাউরেস।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G