গাজীপুর সাফারি পার্কে দুই নীলগাই জন্ম দিয়েছে দুটি শাবক, দর্শনার্থীদের ভীড়

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০২৫ সময়ঃ ৯:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

গাজীপুর সাফারি পার্কে দুটি মা নীলগাই সম্প্রতি দুটি শাবক জন্ম দিয়েছেন, যা দর্শনার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে। শাবক দুটি মা নীলগাইয়ের সঙ্গে বনজুড়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষের উপস্থিতি দেখলেও মায়েরা নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের রক্ষা করছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ অক্টোবর প্রথমবার শাবক দুটি লক্ষ্য করা যায়। এরপর প্রতিদিন খাবারের সময় তাদের দেখা মেলে। নিরাপত্তার কারণে শাবক পুরুষ না স্ত্রী তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, নীলগাইদের বংশবিস্তার নিয়মিত। বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা ১১, যার মধ্যে পূর্ণবয়স্ক ৯টি (ছয় পুরুষ ও তিন স্ত্রী)। নীলগাই সাধারণত শাবকের বিষয়ে খুব সতর্ক থাকে এবং জন্মের পর প্রায় ছয় মাস ধরে শাবকরা মায়ের দুধ খায়।

নীলগাই মূলত অ্যান্টিলোপ প্রজাতির বৃহত্তম প্রাণী। পুরুষদের গায়ে কালচে রং ও শিং থাকে, আর স্ত্রী নীলগাইয়ের রং কিছুটা বাদামি ও শিং নেই। প্রাপ্তবয়স্ক হওয়ার সময় স্ত্রীদের দুই বছর, পুরুষদের পাঁচ বছর।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৪০ সালের পর বাংলাদেশে নীলগাই প্রাকৃতিকভাবে দেখা যায়নি এবং বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে ভারত সীমান্ত এলাকা থেকে নীলগাই সংগ্রহ করে সাফারি পার্কে আনা হয়। চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান থেকে আনা এই নীলগাই থেকে পর্যায়ক্রমে শাবক জন্ম নিয়েছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান প্রথম আলোকে বলেন, “পার্কে উন্মুক্ত ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত থাকায় নীলগাই নিয়মিত শাবক জন্ম দিচ্ছে, যা প্রাকৃতিক বংশবিস্তারকে উৎসাহিত করছে।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G