চট্টগ্রামের বিএনপি নেতা ঢাকায় নিখোঁজের অভিযোগ

প্রকাশঃ মে ২৪, ২০১৭ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪২ অপরাহ্ণ

অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন (ছবি সংগৃহীত)

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে গেছে বলে তার পরিবার অভিযোগ করেছেন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার জন্য মতিঝিল আরামবাগ বাস কাউন্টারে গেলে সেখানে রাত পৌনে ১২টার দিকে সাদা পোশাকধারী এবং পুলিশ পোশাকধারী ৭-৮ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহিউদ্দিনকে মাইক্রোতে তুলে নিয়ে যায়।

মহিউদ্দিনের স্ত্রী লাকি আক্তার জানান, রাত সাড়ে ১০টার দিকে আমার সঙ্গে ওনার সর্বশেষ ফোনে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, চট্টগ্রাম আসার জন্য বাসের টিকিট নিতে আরামবাগ বাস কাউন্টারে যাচ্ছেন। এরপর রাত পৌনে ১২টার দিকে এনাম নামে উনার একজন বন্ধু (ব্যবসায়িক পার্টনার) মোবাইলে আমাদের জানান, ডিবি পরিচয়ে ৭-৮ জন পুলিশ এসে তাকে জিজ্ঞেস করেন তিনি প্রফেসর মহিউদ্দিন কি না। উনি হ্যাঁ বলার পর বলেন, আপনি আমাদের সঙ্গে আসুন আমরা ডিবি টিম। এ কথা বলেই মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে উনাকে (মহিউদ্দিন) মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না।

এদিকে ঢাকায় অবস্থানরত দক্ষিণ জেলা বিএনপি নেতা মোহাম্মদ মহসিন জানান, আমরা আমাদের দলীয় লোকজনদের মতিঝিল, পল্টন থানা এবং ডিবি অফিসে পাঠিয়ে খবর নেওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত অফিসাররা শেখ মো. মহিউদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেননি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এ ঘটনার প্রতিবাদসহ শেখ মো. মহিউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জনকণ্ঠ অনলাইন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G