চট্টগ্রামে তিনদিনব্যাপী বেসিক আরডুইনো কর্মশালা অনুষ্ঠিত

প্রথম প্রকাশঃ আগস্ট ১৪, ২০১৭ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০২ অপরাহ্ণ

তাওহীদ হাসান:

শেষ হল চট্টগ্রামের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিনদিনের আরডুইনো কর্মশালার।

মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব) এর আয়োজনে গত শুক্র, শনি ও রবিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। পৃষ্ঠপোষকতা করেছেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেড।

এদিকে ১১ আগস্ট প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আজ ১৩ আগস্ট আইআইইউসিতে উন্মুক্ত হার্ডওয়্যার আরডুইনো নিয়ে তিনটি কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। তিনটি কর্মশালায় মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কর্মশালার ফ্যাসিলিটেটরদের দলনেতা রেদওয়ান ফেরদৌস জানিয়েছেন, ইন্টারনেট অব থিংসের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই সারাদেশে এই আয়োজন করা হচ্ছে। এর আগে ঢাকা ও কুমিল্লাতে এই আয়োজন হয়েছে। কর্মশালায়
শিক্ষার্থীরা রোবটিক্স গবেষণার পাশাপাশি বিভিন্ন ছোট সমস্যা সমাধানের জন্য ইলেক্ট্রনিক্সের বহুল পরিচিত কিট আরডুইনো ব্যবহার করেছে। বর্তমানে রোবটিক্স কিংবা প্রোগ্রামবেজ প্রজেক্ট তৈরির ক্ষেত্রে আরডুইনো ডেভেলপমেন্ট কিট বেশ
জনপ্রিয়।
কর্মশালায় হাতে-কলমে দেখানো হয়েছে কীভাবে এই ওপেনসোর্স হার্ডওয়্যারটি কাজ করে। আরডুইনো পিন কনফিগারেশন , মাইক্রোকন্ট্রোলার, বেসিক ইলেকট্রনিক্স, সিরিয়াল কমুনিকেশন, লেড জ্বালানো নিয়ন্ত্রণ, ডিজিটাল পিনের ব্যবহার, এনালগ পিনের ব্যবহার ,পালস উইথ মডুলেশন (পিডাবলুএম), টেমপারেচার সেন্সর , সোনার সেন্সর , সারভো মোটর , পুশ বাটন, পটেনশিওমিটার, এলসিডি ডিসপ্লে এবং বার্জারের ব্যবহার দেখানো হয়। সবাই মিলে ১০টি বেসিক প্রোজেক্টে কাজ করে।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান ড. তৌফিক সাঈদ, শিক্ষক টুটন মল্লিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইস্টিটিউট অব ফরেস্ট্রির প্রফেসর মো মোশাররফ হোসেন, আইআঈউসির সহযোগী অধ্যাপক মাহাদি হাসান, শামসুল আলম, শহিদুল ইসলাম খান, তানভীর এহসান চট্টগ্রাম ওপেন সোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী আরাফাত রহমান।

তিনটি কর্মশালার সেরা ১২ জন পরবর্তী সময়ে এ সংক্রান্ত বুট ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানালেন উদ্যোক্তারা।

নিজ নিজ ক্যাম্পাসে এই কর্মশালা আয়োজনে আগ্রহীদের [email protected] এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G