প্রতিক্ষণ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
রোববার (২ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রধান ফটকে রাতের আঁধারে এ ব্যানার টাঙ্গানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
চাকসুর সদ্য নির্বাচিত সহসভাপতি ও ইসলামী ছাত্রশিবির নেতা ইব্রাহিম রনি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টাঙানো হয়েছে। এটি শহিদ তরুয়া ও শহিদ ফরহাদের রক্তসিক্ত পবিত্র ক্যাম্পাস—এখানে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ব্যানার সাঁটানোর ঘটনায় প্রশাসনের কিছু সাবেক ছাত্রলীগপন্থী ব্যক্তি জড়িত থাকতে পারেন।
“প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে কোনো অস্থিতিশীলতার দায় তাদেরই নিতে হবে,” বলেন তিনি।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।