চবির সিলগালা রুম থেকে পেট্রোল বোমা উদ্ধার

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১২:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150212122448_imagesচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের একটি রুম থেকে ৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১১টার দিকে হলের ১২২ নম্বর রুম থেকে এ পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।

২০১৪ সালের ২৪ আগস্ট রাতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর পুলিশের তল্লাশি শেষে রুমটি সিলগালা করা হয়। ৫ মাস ১৭দিনের সিলাগালা করা রুম থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

২০১৪ সালের ২৪ আগস্ট রাতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর ছাত্রশিবির নিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনায় পুলিশ ওই দিন রাতে ও পরদিন সকালে হলে তল্লাশি চালায় ও প্রতিটি রুম সিলগালা করে দেয় ।পরবর্তীতে একই সালের ২৪ নভেম্বর হলটি খুলে দেয়া হয় এবং শুধুমাত্র আবাসিকদের হলে প্রবেশ করার অনুমতি দেয়া হয়।

ঘটনার পর অনেকটাই ফাঁকা হয়ে পড়ে সোহরাওয়ার্দী হল। এরই মধ্যে ৫ মাস ধরে সিলগালা করে রাখা রুম থেকে উদ্ধার করা হলো ৬টি পেট্রোল বোমা। সোহরাওয়ার্দী হলের সামনে জড়ো হ্ওয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বেশ উত্তেজনা লক্ষ্য করা গেছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়ের বলেন, হলের ১২২ নম্বর রুম থেকে ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G