প্রতিক্ষণ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৩ সালের ১৫ মার্চ থেকে নিয়োগ কার্যকরভাবে বাতিল করে গত ১৯ অক্টোবর তাকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করা হয়েছে এবং সেই তারিখের পর থেকে প্রদত্ত সব অর্থ বিশ্ববিদ্যালয়ে ফেরত দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান জানান, সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাতিলের কারণ বা ফেরতযোগ্য অর্থের পরিমাণ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “উনি দায়িত্ব অনুযায়ী কাজ করেননি। গবেষণা প্রবন্ধ বা কর্মশালা আয়োজনের মতো দায়িত্ব পালন না করেই নিয়মিত সম্মানি নিয়েছেন।”
২০২১ সালের ফেব্রুয়ারিতে চবির ৫২৯তম সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ার পদে দুই বছরের জন্য মুনতাসীর মামুনকে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০২১ সালের ১৫ মার্চ যোগ দেন এবং প্রথম শ্রেণির অধ্যাপকের সব সুযোগ–সুবিধা ভোগ করছিলেন।
চবি সূত্র জানায়, ২০২৩ সালের ১৫ মার্চের পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তার ব্যাংক হিসাবে সম্মানি পাঠানো হয়েছে। সে হিসাবে তাকে প্রায় ৩৯ লাখ টাকা ফেরত দিতে হবে।
শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং তাঁর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদটি সৃষ্টি করা হয়েছিল।