জন্মদিনে আত্মকথন

প্রকাশঃ অক্টোবর ৬, ২০১৭ সময়ঃ ১২:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ পূর্বাহ্ণ

আজ জন্মদিন আমার। শুভ জন্মদিন এ.কে.এম.মাহফুজুর রহমান তারেক। ভালোবাসি নিজকে ; বড্ড বেশি। নিজকে আরো ভালো বাসতে চাই ; মানুষকে আরো বেশি ভালো রাখতে চাই । ভালোবাসার কাঙাল আমি ; ভালোবাসার অত্যাচারে অতিষ্ঠ হতে চাই; আমি ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসা পেতে চাই, আরো বেশি ভালোবাসা দিতে চাই! আমাদের পৃথিবী হোক ভালোবাসাময়! তাই নিজেরে নিজে আবারো বলি শুভ জন্মদিন মাহফুজ ; শুভ জন্মদিন তারেক। তোমার আগামী হোক তোমার জন্য ; দেশ ও দশের জন্য এবং দেশ ও দশ হোক তোমার জন্য। আল্লাহ্‌ আমায় কবুল করুন…
সাতশো কোটি মানুষের পৃথিবীতে আমি অতি ক্ষুদ্র ও নগন্য একজন। অথচ কত কত চেনা – অচেনা অসংখ্য মানুষ আমায় জন্মদিনের শুভ কামনায় ভাসিয়েছেন! সাংবাদিক – ডাক্তার – প্রকৌশলী – শিক্ষক- ব্যবসায়ী,আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং বন্ধু , ছোট ভাই ,আত্মীয় -স্বজন , আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,আমার ছাত্র, আমার সহকর্মী, আমার বর্তমান চাকরি জীবনের ব্যাচমেট,বাংলাদেশ বেতারের আমার সাবেক সহকর্মী, ইউ.এস.এ. কর্পোরেট সংস্থার আমার সাবেক সহকর্মীরা আমাকে ইনবক্সে যেভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুষ্প বৃষ্টি বর্ষণ করেছেন তাতে আমার চোখ ভিজে যায়! আমি কীভাবে শুধিবো এ ঋণ!
শুধু এটুকু বলছি,
কখনো যদি আমার রক্তকোষ পরীক্ষা করা হয় তাহলে সেখানে আপনাদের প্রতি আমার ভালোবাসা পাবেন! অামি আপ্লুত! আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা…
আমার জন্ম তারিখ : ০৫/১০/১৯৮১ খ্রি:। অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী। আসলে কখন আমি অনু – পরমাণুর আকৃতিসদৃশ মাতৃগর্ভে জন্ম নিয়েছিলাম সে কেবল মহান সৃষ্টিকর্তাই ভালো জানেন। অবশ্য আমার এতটুকু জীবনে কখনো জন্মদিন পালন করা হয়নি। ফেসবুকেও ইতোপূর্বে কখনো কোন স্ট্যাটাস পোস্ট করা হয়নি। আমার জন্মদিন উপলক্ষ্যে কাউকে ট্রিট দেওয়ার মতো অতটা আধুনিক এখনো হয়ে উঠতে পারিনি। তবে, আত্মতৃপ্তির জন্য অভাবী – গরীব – এতিমদের জন্য সাধ্য মতো কিছু করার চেষ্টা করি। আজ যখন এ লেখা লিখছি তখন আমি ট্রেন ভ্রমণে। আলাদা আলাদা করে ইনবক্সে সবার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই মূলত: এ লেখার অবতারণা। উত্তর করতে না পারার অক্ষমতার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনাদের প্রতি উপেক্ষা নয়, অশেষ শ্রদ্ধা আমার। আমার জন্মদিন উপলক্ষ্যে আগামী সময়ে যারা শুভেচ্ছা জানাবেন তাঁদের প্রতিও আমার অগ্রিম কৃতজ্ঞতা জানিয়ে রাখলাম। আপনাদের সবার জীবন মঙ্গল আলোকের রশ্মিতে বিকিরিত হোক…

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G