আজ সব নেতিবাচককে ভুলে যেতে চাই। বলতে চাই একটি কথাই, চলুন একসাথে আমরা সবাই মিলে আনন্দ করি। নির্ভেজাল আনন্দ। আর চিৎকার করে বলি একটি কথাই, ‘বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ’। সত্যি এ এক অসাধারণ এবং অবিস্মরণীয় ঐতিহাসিক জয়। বাঘ পরাজিত করল রাজাদের। যেখানে রাজারাই যুগ যুগ ধরে পরাজিত করে আসছিল সবাইকে। অভিনন্দন বাংলাদেশ টাইগারদের নিজেদের জাত চিনিয়ে দেবার জন্য।
আমাদের আনন্দের পালে আরও বেশি হাওয়া যোগালো তিনদিনে টেস্ট জয় এবং ইংলিশদের বিপক্ষে এটাই প্রথম টেস্ট জয়। সব মিলিয়ে আজ আমাদের শেষটা অভূতপূর্ব ছিল। শেষটা একেবারে গুড়িয়ে দিয়েছে মেহেদি আর সাকিব। সকালটা যতটা কুয়াশায় ঢাকা ছিল, বিকেলটা ঠিক ততটাই সুন্দর; গোধূলি বেলার সৌন্দর্যকে আরও উপভোগ্য মনে হচ্ছে এই জয়ের কারণে। এ কোনো সাধারণ জয় নয়, এর সাথে জড়িয়ে আছে ইতিহাসের অনেকগুলো অধ্যায়।
ইংলিশরা প্রথম থেকে বাংলাদেশে না আসার পায়তারা করছিল নিরাপত্তার অজুহাত দেখিয়ে। এসে আবার বলল, এত নিরাপদ দেশ পৃথিবীতে খুব কম আছে। আমাদের কোছে এভাবে হেরে যাবে তা কি কখনও ভেবেছিল ইংলিশরা? মনে হয় না। এখানেও আমরা জয়ী হলাম। জয় বাংলাদেশের জয়।