ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

877ca236a340e98f0dcdcb02ba000621_54150পত্রিকার প্রতিবেদনে হিযবুত তাহরীরের পোস্টার ব্যবহার করে জঙ্গি সংগঠনকে উৎসাহিত করার অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই হিযবুত তাহরীরের পোস্টার ছাপিয়ে যারা এদের মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নে শেখ হাসিনা বলেন, “বাংলা মোটরের এক কোনায় লাগানো, হুবহু সেই পোস্টারটা বিশাল আকারে ছাপিয়ে দেওয়া হল। যে সংগঠন নিষিদ্ধ, সেই সংগঠনের একটি পোস্টার পত্রিকায় ছাপানোর মানে হল, ওই সংগঠনকে সহযোগিতা করা।

“বাংলা মোটরের কোন কোণায় একটা পোস্টার পড়ে ছিল, সেটা মানুষজন পড়ত না। নেগেটিভভাবে, পজিটিভভাবে হোক, যেভাকেই লিখুক না কেন, পোস্টার বিশাল আকারে ছাপানো এবং এটা কিন্তু হিযবুত তাহরীরকে উৎসাহ দেওয়ার শামিল বলে আমি মনে করি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের পত্র-পত্রিকা যখন কোনো জিনিস ছাপায় বা কিছু করে, কোনটা নিষিদ্ধ বা কোনটা নিষিদ্ধ না, কাদের দ্বারা দেশের ক্ষতি হতে পারে এ ধরণের কোনো জিনিস তাদের করা উচিত না।

“কেন এটা করছে আমার কাছে বোধগম্য না। আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই হিযবুত তাহরীরের পোস্টার ছাপিয়ে যারা এদের মদদ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসংগত, হিযবুত তাহরীরের পোস্টার ছাপিয়ে শান্তি-শৃঙ্খলা ভঙ্গে উসকানি দেওয়া হয়েছে অভিযোগ তুলে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G