ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৬:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৬ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

daily starউস্কানিমূলক বিবৃতি প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

খবর প্রকাশের মাধ্যমে দেশের শান্তি বিনষ্টের অভিযোগে রোববার ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে অ্যাভোকেট শাহজালাল কিবরিয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অপর দুই আসামি হলেন ডেইলি স্টারের চিফ নিউজ এডিটর সৈয়দ আশরাফুল হক ও চিফ ফটোগ্রাফার এনামুল হক।

রোববার সকালে এ মামলার শুনানি শেষে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি দি ডেইলি স্টার পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় দ্বিতীয় কলামে ‘ফ্যানাটিক রেইজ দেয়ার আগলি হেডস এগেইন’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অস্পষ্ট আরও কিছু ছবি সংযুক্ত পোস্টার ছাপানো হয়।

ওই পোস্টারে লেখা ছিল, “হে দেশবাসী। অনতিবিলম্বে জালিম হাছিনা ও বর্তমান শাসন ব্যবস্থার পতন এবং খিলাফত প্রতিষ্ঠায় সামরিক বাহিনীর নিষ্ঠাবান অফিসারদের সাথে যোগাযোগ ও তাদের সংগঠিত করতে হবে। এই কাজে হিযবুত তাহরীর-কে সহযোগীতা করুন সক্রিয়ভাবে জড়িত হউন। হিযবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশ।”

ওই পোস্টারের বক্তব্য উস্কানিমূলক, যাতে দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন হতে পারে বলে বাদী মামলায় দাবি করেন।

প্রতিক্ষণ /এডি/অলক

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G