ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ সময়ঃ ৭:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার এই হিসাব চলতি বছরে একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে আরও ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, আর ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন।

 

চলতি বছর এ নিয়ে মোট ১৪৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৬২ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৪৬ জন রোগী।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G