নতুন দুটি বীমা পণ্য বিজিআইসির ডিজাইনে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) দেশের বীমা বাজারে প্রথমবারের মতো ‘ম্যাস হেলথ ইনস্যুরেন্স’ (গণ স্বাস্থ্য বীমা) এবং ‘ওয়েদার ইনডেক্স ক্রপ ইনস্যুরেন্স (আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা)’ নামের ২টি পলিসি নিয়ে এসেছে।
বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি বিজিআইসি’র ডিজাইনকৃত এ দুটি পণ্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ থেকে সেন্ট্রাল রেটিং কমিটির সুপারিশক্রমে সম্প্রতি অনুমোদন পায়।
‘ম্যাস হেলথ ইনস্যুরেন্স’ হলো বাংলাদেশের নাগরিক যাতে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা লাভ করতে পারে এবং ‘ওয়েদার ইনডেক্স ক্রপ ইনস্যুরেন্স’ হলো প্রাকৃতিক কারণে ফসলে ক্ষতির মুখে পড়া কৃষকদের আর্থিক নিরাপত্তা বিধানে সহায়তা করা।
জমিতে বীজ বোনা থেকে ফসল কাটা পর্যন্ত সময়ে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বা অত্যন্ত কম তাপমাত্রা জনিত প্রাকৃতিক কারণে ফসলের ক্ষয়-ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে এ বীমা কাভারেজের আওতায়।
এ প্রসঙ্গে বিজিআইসির মূখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী জানান, আমাদের দেশের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। এতে আর্থিকভাবে কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়। আমাদের ওয়েদার ইনডেক্স ক্রপ ইন্স্যুরেন্স পলিসিটি করার মাধ্যমে কৃষক ৬ মাস পর্যন্ত আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ পাবে।
অন্যদিকে করপোরেট সোস্যাল রেসপনসিলিটি (সিএসআর) অংশ হিসাবে পণ্য ২টি বাজারজাত করার উদ্যোগ নেয়া হয়েছে। ‘ম্যাস হেলথ ইনস্যুরেন্স’ এর মাধ্যমে সাধারণ মানুষ অতি অল্প খরচে স্বাস্থ্য সেবা পাবে।
প্রতিক্ষণ/এডি/রাফি












