বগুড়ায় পিনাকীর বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ
প্রতিক্ষণ ডেস্ক
প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির মূল গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও শেয়ার করে ফেসবুক পোস্টে নিজেই অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় সাড়ে চার মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও তিনি তাঁর ফেসবুক পেজে প্রকাশ করেন, যেখানে গেটের সামনে আগুনের দৃশ্য দেখা যায়।
পোস্টে পিনাকী দাবি করেন, দুজন মুখোশধারী এসে পলিথিনে আগুন লাগিয়ে দরজার সামনে রেখে যায়। তিনি বলেন, তাঁর বাড়িতে বৃদ্ধা মা থাকেন, ফলে এ ঘটনায় তিনি পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি লেখেন, “এটা আমাকে ভয় দেখিয়ে থামানোর অপচেষ্টা। আমার বাসা পুড়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না।”
ঘটনার ভিডিও ভাইরাল হলে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজ আলম জানান, ফুটেজে দেখা গেছে দুজন মুখোশধারী এসে ছোট একটি পলিথিনে আগুন ধরিয়ে রেখে দ্রুত সরে যায়। তিনি বলেন, “ঘটনাটি বড় ধরনের নাশকতা নয় বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি।
পিনাকী বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তাঁর পরিবারের সদস্যরা বগুড়ার ওই বাড়িতেই থাকেন। তবে তাঁর মায়ের বক্তব্য পাওয়া যায়নি।














