বাকৃবিতে ছাত্রফ্রন্টের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ৯:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

বাকৃবি প্রতিনিধি:

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কার্যালয় দখলকে কেন্দ্র করে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়স্থ সংগঠনটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২০১৩ সালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বিভক্তির পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের মার্ক্সবাদীরা গত চার বছর ধরে কার্যালয়টি ব্যবহার করছিলেন। অন্যগ্রুপের কোন কার্যালয় ছিল না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মূলধারার নেতা-কর্মীরা আঞ্চলিক সভা করার জন্য ঐ কার্যালয়ে যান। সেখানে অবস্থান করা মার্ক্সবাদী নেতা-কর্মীরা তাদের বাধা দেন এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে মূলধারার নেতা-কর্মীরা কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন বলেন, ‘দুই পক্ষের কারোর ছাড় দেওয়ার মানসিকতা নেই। প্রগতিশীল দুটি দলের কাছে এরকম ঘটনা কাম্য নয়। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G