বাসের চেয়েও বড় মটর সাইকেল!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
পৃথিবীর বুকে তৈরি হয়েছে এরকম মটর সাইকেল যা কিনা আকারে একটি বাসের চেয়েও বড়! প্রায় ১৩ টন ওজনের অদ্ভুত এই মোটর সাইকেলটি লম্বায় ৩০ ফুট এবং উচ্চতা প্রায় ১০ ফুট।
মোটরসাইকেলটি তৈরি করার মূল হোতা অষ্ট্রিয়া নিবাসি সিনেমার স্ট্যান্টম্যান “রে বউম্যান”। তিনি বিগত ৩ বছর ধরে কাজ করেছেন এই বাইকের উপর এবং বানিয়ে ফেলেছেন তার স্বপ্নের বাইক।
বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ছয়টি ইঞ্জিনের সমন্বয়ে তৈরি একটি ডিজেল চালিত ট্রাকের ইঞ্জিন। ইঞ্জিনের উচ্চতা একজন মানুষের সমান।
এরকম আরো কিছু নিউজঃ










