বিএনপির ভিশন দেশের জন্য ভালো: অর্থমন্ত্রী

প্রকাশঃ মে ১১, ২০১৭ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

বিএনপি দেশের একটি রাজনৈতিক দল। তাদের পক্ষ থেকে যে ভিশন দেওয়া হয়েছে, তা ইতিবাচক। এটা তো দেশের জন্য ভালো।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

সচিবালয়ের সম্মেলনকক্ষে সংবাদপত্র ও টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী।

আলোচনায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ সম্পর্কে তাঁর মন্তব্য জানতে চান।

তখন জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত এটা ( ভিশন-২০৩০) সম্পর্কে কমেন্ট করব না। কারণ আমি সকালে বিএনপির এই ভিশন-২০৩০ সম্পর্কে পুরো তথ্য জানার জন্য আটটি সংবাদপত্র পড়েছি। এই পত্রিকাগুলোতে ভিশন সম্পর্কে পরিপূর্ণ কোনো তথ্য পাইনি। আমি চিন্তা করেছি, বিএনপি অফিস থেকে একটি কপি আনিয়ে নেব। সেটি পড়বো।’

এ সময় শ্যামল দত্ত ভিশন-২০৩০ এর উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ইয়েস, আই থিঙ্ক দিস ইজ গুড। এটা তো দেশের জন্য ভালো। ইউ হ্যাভ এ প্রজেকশন বাই এ ইম্পটেন্ট পলিটিক্যাল পার্টি।’

চলতি অর্থবছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের ক্ষমতার ৮ বছরের গতিধারায় এবারই হবে সর্বশেষ্ঠ বাজেট। এবার বাজেটের পরিমাণ হবে ৪ লাখ কোটি টাকা, যা গতবার ছিল ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, বুধবার বিকেলে ২ ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে বিএনপির ‘ভিশন-৩০’ তুলে ধরেন বেগম খালেদা জিয়া। যেখানে অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ও ছিল।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G