বিশ্বের শক্তিশালী দশ সামরিক বাহিনী

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৬ সময়ঃ ১:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪১ অপরাহ্ণ

 

গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকা তৈরি করে আসছে।তারা বিশ্বের সেরা দশটি দেশের তালিকা প্রস্তত করে।জনশক্তি,ভূমি ব্যবস্থা,নৌশক্তি,সম্পদ,উপকরণ,আর্থিক ও ভৌগলিক অবস্থা বিবেচনা  করে এ তালিকা তৈরি করে তারা।চল্লিশটি বিষয় তাদের পরিসংখ্যানের সূচকে বিবেচনা করা হয় ।

বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ সামরিক বাহিনী পাকিস্তান এ তালিকায় জায়গা পায়নি।যাইহোক,আসুন জেনে নিই এই শক্তিশালী সামরিক বাহিনীর বিভিন্ন তথ্য।

১. ব্রাজিলঃ

সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সূচকে দেশটির অবস্থান ০.৬৭১২।ব্রাজিলের প্রতিরক্ষা খাতে বাজেট ৩১,৫৭৬,০০০,০০০ ডলার।দেশটিতে সক্রিয় সামরিক সদস্য আছে ৩,৭১,১৯৯ জন। শ্রমশক্তি আছে  ১০,৪৭,০০,০০০। মোট বিমান আছে ৮২২ টি।নৌ শক্তি আছে ১০৬ টি।

Brazil

২. ইতালিঃ

দেশটির ক্ষমতা সূচক ০.৬৮৩৮। প্রতিরক্ষা খাতে বাজেট ৩১,৯৪৬,০০০,০০০ ডলার। সক্রিয় সামরিক সদস্য আছে ২,৯৩,২০২ জন। মোট বিমানের সংখ্যা ৭৭০টি। মোট নৌশক্তি আছে ১৭৯ টি।

etaly

৩. দক্ষিন কোরিয়াঃ

শীর্ষ দশ শক্তিশালী দেশের সূচকে এর অবস্থান ০.৬৫৪৭। প্রতিরক্ষা খাতে বাজেট ২৮,২৮০,০০০,০০০ কোটি ডলার। সক্রিয় সামরিক সদস্য আছে ৬,৫৩,০০০ জন। মোট শ্রমশক্তি আছে ২,৫১,০০,০০০ জন।দেশটিতে মোট বিমান আছে ৮৭১ টি। নৌশক্তি ১৯০টি।

South korea

৪. জার্মানিঃ

শক্তিশালী সামরিক ক্ষমতা সূচকে দেশটির অবস্থান ০.৬৪৯১। প্রতিরক্ষা খাতে দেশটি খরচ করে ৪৩,৪৭৮,০০০,০০০ ডলার ।সক্রিয় সামরিক সদস্য আছে ১,৪৮,৯৯৬ জন। সক্রিয় শ্রমশক্তি আছে ৪৩,৬২০,০০০ জন। মোট বিমানের সংখ্যা ৯২৫ টি।মোট নৌশক্তি ৬৭ টি।

Germany

৫. ফ্রান্সঃ

দেশটির ক্ষমতা সূচক ০.৬১৬৩। সামরিক খাতে দেশটির ব্যয় হয় ৫৮,২৪৪,০০০,০০০ ডলার। সক্রিয় সামরিক সদস্য আছে ৩,৬২,৪৮৫ জন। মোট শ্রমশক্তি ২,৯৬,১০,০০০ জন। মোট বিমানের সংখ্যা ৫৪৪ টি। মোট সামরিক শক্তি ১৮০।

France

 

প্রতিক্ষণ/এডি/জেডআর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G