মানবকণ্ঠে যোগ দিলেন পীর হাবিব
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সাংবাদিক পীর হাবিবুর রহমান উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন দৈনিক মানবকণ্ঠে। গতকাল তাকে পত্রিকাটির সংবাদকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
পীর হাবিবুর রহমানকে ১ ফেব্রুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এই নিয়ে স্যোশাল মিডিয়ায় নানা ধরনের লেখা্ও প্রকাশিত হয়।
১৯৯২ সালে বাংলাবাজার পত্রিকা দিয়ে তার সাংবাদিকতা জীবনের শুরু। এরপর দৈনিক যুগান্তর, আমাদের সময়, আমাদের অর্থনীতি হয়ে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
প্রতিক্ষণ/এডি/রহমান














