বাড়ির নিচে ছাদ, দুনিয়াটাই উল্টো!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
জার্মানির মেকলেনবুর্গ ফোয়রপমার্ন রাজ্যের ট্রাসেনহাইডে অদ্ভুদ একটি বাড়ি রয়েছে। জার্মান ভাষায় বাড়িটির নাম, ‘ডি ভেল্ট শ্টেট কপ্ফ’, অর্থাৎ ‘পৃথিবীটা মাথার ওপরে দাঁড়িয়ে’।
এ বাড়ির ছাদটা নিচে, আর নীচে থাকার জিনিসগুলো সব ওপরে। নির্মাণের পর থেকেই বাড়িটি অসংখ্য পর্যটকের কাছে প্রধান আকর্ষণের বিষয় হয়ে উঠেছে ।
বাড়িটির নকশা করেছেন দুই পোলিশ স্থপতি ক্লাউডিউসৎজ গোলোস এবং সেবাস্টিয়ান মিকিচিউক। ঘরের আসবাবপত্র, টেলিভিশন থেকে শুরু করে সাধারণত মেঝেতে বা ছাদের নীচে থাকে এমন সব জিনিস ওপরে লাগানো হয়েছে শুধু স্ক্রু আর আঠা দিয়ে।
প্রতিক্ষণ/এডি/পাভেল














