ল্যুভর জাদুঘরের শতকোটি টাকার রত্নচুরি ঘটনায় নতুন মোড়, আরও ৫ গ্রেপ্তার
প্রতিক্ষণ ডেস্ক
প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘর থেকে ১০ কোটি ২০ লাখ ডলারের (প্রায় ১,২০০ কোটি টাকা) ঐতিহাসিক ধনরত্ন চুরির ঘটনায় আরও পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের প্রসিকিউটর লর বেকো বৃহস্পতিবার জানান, ল্যুভরের অ্যাপোলো গ্যালারি থেকে চুরি হওয়া মূল্যবান রত্নের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত থাকতে পারেন। তিনি বলেন, সাম্প্রতিক এই গ্রেপ্তার চুরি হওয়া বস্তু উদ্ধার অভিযানে বড় অগ্রগতি এনে দেবে।
বেকো আরটিএল রেডিওকে বলেন, সন্দেহভাজনদের একজনকে ঘটনাস্থলে পাওয়া ডিএনএ-এর সূত্র ধরে শনাক্ত করা হয়। বুধবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত শনিবার আটক আরও দুই সন্দেহভাজনের মধ্যে দুজন আংশিকভাবে অপরাধ স্বীকার করেছেন বলেও জানান তিনি।
তাদের একজনকে চার্লস দ্য গল বিমানবন্দরে ফ্লাইটে ওঠার আগমুহূর্তে আটক করা হয়। বেকো বলেন, “আমরা দ্রুত অভিযান চালালেও এখনো চুরি হওয়া সেই অমূল্য সম্পদ উদ্ধারের ব্যাপারে আশাবাদী।”
গত ১৯ অক্টোবর সকালে ল্যুভর মিউজিয়ামে ঘটে ইতিহাসের অন্যতম সাহসী এই চুরির ঘটনা। চোরেরা কৌশলে জাদুঘরে ঢুকে নেপোলিয়নের সময়কার রাজপরিবারের গয়না নিয়ে পালিয়ে যায়।
চুরি হওয়া গয়নাগুলোর মধ্যে রয়েছে— ১৯ শতকের রানী মেরি-অ্যামেলি ও হরটেন্সের নীলা ডায়াডেম, সম্রাজ্ঞী মেরি-লুইজের পান্নাখচিত অলংকার, সম্রাজ্ঞী ইউজেনির ডায়াডেম এবং ফরাসি সম্রাটদের ব্যবহৃত বো টাই ব্রোচ।
ল্যুভর কর্তৃপক্ষের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতরা একটি বিশেষ ঝুড়ি-আকৃতির লিফট ব্যবহার করে জানালা ভেঙে প্রবেশ করে, প্রদর্শনী বাক্স ভেঙে মাত্র চার মিনিটে গয়নাগুলো নিয়ে দুটি স্কুটারে পালিয়ে যায়।
এই ঘটনাটি বিশ্বের সবচেয়ে পরিদর্শিত জাদুঘরটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার পর ফ্রান্সজুড়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ল্যুভরের কিছু মূল্যবান রত্ন স্থানান্তর করা হয়েছে ব্যাংক দ্য ফ্রান্সের সুরক্ষিত ভল্টে।










