সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৬ সময়ঃ ৭:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪২ অপরাহ্ণ

dsc_4292_244728সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রোববার বিকেল সোয়া ৫টার দিকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। এর আগে গতকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এ সময় উপস্থিত কাউন্সিলররা কণ্ঠভোটে সম্মতি জানান। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় কাউন্সিলররা কণ্ঠভোটে তাকেও সম্মতি জানান। পরে নির্বাচন কমিশনার ইউসূফ হোসেন হুমায়ুন আনুষ্ঠানিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন।

এছাড়া প্রেসিডিয়াম সদস্য হিসেব নির্বাচিত হয়েছেন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পীযূষ ভট্টাচার্য।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেব নির্বাচিত হয়েছেন- মাহাবুব-উল আলম হানিফ, ড. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

প্রতিক্ষণ/এডি/ তান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G