১৯ বছরে এটিএন বাংলা

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৫ সময়ঃ ৯:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

এটিএনদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ১৮ বছর পূর্ণ করে আজ ১৯ বছরে পা রাখলো। ১৯৯৭ সালের ১৫ জুলাই অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে চ্যানেলটি। তারপর ১৯৯৯ সালে এনালগ থেকে ডিজিটালে রূপান্তর হয় এটিএন বাংলা। ২০০১ সালে বাংলা সংবাদ এবং ২০০২ সালে শুরু হয় ইংরেজি সংবাদ প্রচার। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে।

দীর্ঘ দেড় যুগের পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। আবার বিতর্কিতও বটে।

২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন করে চ্যানেলটি। এছাড়া এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক অ্যাওয়ার্ড, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, বজলুর রহমান স্মৃতিপদক, এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার, ইউনাইটেড নেশনস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ইউএনসিএ) অ্যাওয়ার্ডসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করে এটিএন বাংলা।

তবে সাংবাদিক সাগর-রুনির ঘটনায় চ্যানেলটি বড় ধরণের ধাক্কা খায়। সাগর-রুনি নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যানের বেফাঁস বক্তব্য পুরনো এই টিভি চ্যানেলটিকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। অনেকে চাকরি ছেড়ে অন্য চ্যানেলে চলে যান। সেই ধাক্কা চ্যানেলটি এখনও কাটিয়ে উঠতে পেরেছে বলে মনে হয় না।

তাদের এই বিশেষ দিন উপলক্ষে এটিএন বাংলা প্রচার করবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G