৯৮.৪ এফএম রেডিও মেঘনার যাত্রা শুরু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

meghnaরেডিও মেঘনা ৯৮.৪ এফএম দেশের ১৫ তম কমিউনিটি রেডিও হিসেবে যাত্রা শুরু করলো । বেসরকারি উন্নয়ন সংগঠন কোস্ট ট্রাস্টের উদ্যোগে ভোলার চরফ্যাশন উপজেলায় বুধবার রেডিওটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়।

কমিউনিটি রেডিও স্থাপন, পরিচালনা ও সম্প্রচার নীতিমালা-২০০৮ এর আলোকে দেশে এতদিন ১৪ টি কমিউনিটি রেডিও স্টেশন দৈনিক ১২০ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করে আসছিলো। ১৫ তম রেডিও হিসেবে সেই তালিকায় যুক্ত হলো রেডিও মেঘনা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মহাপরিচালক আবদুল করিম, তথ্যসচিব মরতুজা আহমেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতারউদ্দিন আহমেদ, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) নির্বাহী পরিচালক এ এইচ এম বজলুর রহমান, এ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

রেডিও মেঘনার উদ্যোক্তারা জানিয়েছেন,এই রেডিওটি স্থানীয় জেলেদের জীবন-জীবিকা প্রাধান্য দিয়ে অনুষ্ঠান ও সংবাদ প্রচার করবে। চরফ্যাশন উপজেলা সদর হতে চারপাশে ১৭ কিলোমিটোরের মধ্যে, ৯৮.৪ এফএম প্রচার তরঙ্গে এই রেডিওর অনুষ্ঠান শোনা যাবে।

রেডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিরা স্টুডিওতে বসে চরফ্যাশনাবাসীর উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। এরপরে তারা চরফ্যাশন উপজেলা প্রশাসন এবং পৌরসভার আয়োজনে সুধী সমাবেশে অংশ নেন। ধী সমাবেশ পরিচালনা করেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
প্রতিক্ষণ/এডি/জামান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G