স্কুল ছাত্রী হত্যায় দুই জনের ফাঁসি
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবহী মোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই জনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক রাশিদুল হক রাজা আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রাকিব উদ্দিন রকিব জানান।
মোহর চান ও আমির হোসেন খোকনকে ফাঁসি এবং সফর আলী, নুরে আলম ও মনিরকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।
১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর আমির হোসেন খোকন তার চারবন্ধুসহ তানিয়াকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশ শীতলক্ষা নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা।
অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়ার সাথে আসামি আমিরের প্রেম ছিল বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন বিশে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রাকিব।
এই ঘটনায় নিহতের মামা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ওই ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত ১৯ জনের স্বাক্ষ্য গ্রহণ করে।
রায় প্রদান করার সময় আদালতে ৫ জন আসামিই উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/এআরকে














