ইতালির লেক ইসিওতে ভাসমান পথ
প্রতিক্ষন ডেস্কঃ
পানিতে ভাসমান রাস্তা দিয়ে হাঁটতে চান? ঘুরে আসুন ইতালির লেক ইসিও। নাহ, এটি কোন স্বপ্ন নয় ইতালীর ইসিও লেকে তৈ্রি করা হয়েছে এমনই একটি ভাসমান পথ। মনে হবে যেন আপনি পানি উপর দিয়ে হেঁটে চলেছেন। ১৭ মিলিয়ন ইউরো ব্যয় করে ইতালীর একটি শিল্প প্রতিষ্ঠান এটি তৈরি করেছে।
পানির উপর দিয়ে হাঁটার ভাসমান চলার পথ দুটি দ্বীপের মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং পর্যটকদের আকৃষ্ট করতেই ইসিও লেকে এই ভাসমান পথটি তৈরি করা হয়েছে। টানা দুই বছর ধরে তৈরি করার পর চার কিলোমিটার ভাসমান এই রাস্তা গত ১৮ই জুন ১৫ দিনের জন্য খুলে দেয়া হয়।
এটি পর্যটকদের এতটাই টেনেছে যে, প্রথম ৫ দিনে ২ লক্ষ ৪০ হাজার পর্যটক এটি দেখতে বা এর উপর দিয়ে হাঁটতে এসেছে। শেষের দিকে প্রতিদিন প্রায় ৯০/৯৫ হাজার পর্যটক এটি দেখতে ভিড় করে- যা আয়োজকদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে।
পথটি তৈ্রি করা হয়েছে ১ লক্ষ বর্গমিটার দৈর্ঘ্যের ভাসমান হলুদ ফেব্রিক দিয়ে। পথটি যাতে পানিতে ভেসে থাকে সে জন্য ভারী কোন ধাতব ব্যবহার করা হইনি। হালকা হলুদ রং এর এই পথ দিয়ে হাঁটতে উপচে পড়ছে পর্যটকরা।প্রত্যেকদিন ইসিওর ভাসমান এই রাস্তাটি পরিষ্কার করার জন্য সন্ধ্যা ৬টায় বন্ধ করে দেওয়া হয় ।
প্রতিক্ষণ/এডি/আরএম

















