সাসেক্সের ফেসবুক পাতায় বাংলায় স্ট্যাটাস!

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৬ সময়ঃ ১১:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1469211024

মোস্তাফিজ ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে নিজের প্রিয় ভাষা বাংলাকে যেভাবে উঁচু আসনে বসিয়েছেন, পৃথিবীর আর কোনো ক্রিকেটারই বোধহয় এভাবে নিজের ভাষাকে তুলে ধরতে পারেননি। মোস্তাফিজের নতুন দল সাসেক্স এবারে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘বাংলা ভাষায়’ স্ট্যাটাস দিয়েছে।

তারা লিখেছে: আজকের ম্যাচ শুরু হবে রাত 11.30 (১১.৩০) টায়, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ! ‪#‎SharksTogether‬ ‪#‎SussexFamily‬

বলতে গেলে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টটিতে মোস্তাফিজ যেন আরো ক্ষুরধার। অভিষেক ম্যাচেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। বৃহস্পতিবার এসেক্স ঈগলসের বিপক্ষে ৪ ওভার বল করে ২৩ রান খরচায় দখলে নিয়েছেন ৪ উইকেট। নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের খেলায় মোস্তাফিজ জাদুতে এসেক্সের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব।

full_1164927297_1469207574

আইপিএলে প্রথমবার খেলতে গিয়েই হায়দ্রাবাদকে শিরোপা পাইয়ে দেওয়া এই পেসার প্রসঙ্গে দলের কোচ টম মুডি জানিয়েছিলেন, ‘মোস্তাফিজ ভীষণ মজার ছেলে। তার বোলিং বুঝতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিশ্ববিখ্যাত ব্যাটসম্যানদের। তবে, শুধু বোলার হিসেবে নয়, মানুষ মোস্তাফিজও একজন দুর্দান্ত। অল্প কয়েক দিনের মধ্যেই সে দলের সবার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। ওর রসবোধও দুর্দান্ত। যদিও দলের সকলের সঙ্গে সে ইশারায় (খুব বেশি ইংরেজি বলতে না পারায়) নিজের ভাব জমিয়ে তোলে।’

কাটার মাস্টার মোস্তাফিজকে বুঝতে হলে হয়তো এবার সাসেক্স দলপতি লুই রাইট আর কোচ মার্ক ডেভিসকেও বাংলা শিখতে হতে পারে। গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে আর মোস্তাফিজের কাছে যেমনটি শিখেছিলেন আইপিএলে হায়দ্রাবাদের দলপতি ডেভিড ওয়ার্নার আর কোচ টম মুডি।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G