পারলে সহযোগিতা করুন নতুবা প্রার্থনা করুন

প্রকাশঃ মার্চ ১১, ২০১৭ সময়ঃ ১:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণের পাঠকদের জন্য টিটুর অনুরোধটি তার ফেসবুক পাতা থেকে  হুবহু তুলে ধরা হলো:

#পড়ুন    #পারলে_সহযোগিতার_হাত_বাড়ান      #নতুবা_প্রার্থনা_করুন।

আক্ষেপ একটাই, এত তাড়াতাড়ি ব্যস্ততার কি ছিল ঈশ্বর! বছর গোটা হল বিয়ের পিঁড়িতে বসিয়েছিলে! আমার ছোট কাকা Kishore Das Gupta চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪ তম ব্যাচের ছাত্র, বর্তমানে Chittagong grammer school এর রসায়ন বিভাগে অধ্যাপনা করছেন।

জীবনের ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে ৩৬ বছর বয়সে এসে উনি নাম লিখিয়েছেন লিউকেমিয়া (ব্লাড ক্যানসার) নামক রোগের ডায়েরীতে। এখন CMC, Chennai, India চিকিৎসাধীন আছেন। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার বলেছেন, উপযুক্ত চিকিৎসা পেলে সেরে উঠতে তিন থেকে পাঁচ বছরের কৌঠায় যেতে পারে।

ব্লাড ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ম্যানেজমেন্ট জানিয়েছেন উনার সব কেমো থেরাপি দেওয়া হলে $১,৫০,০০০ মত লাগতে পারে, যাবাংলাদেশ টাকায় ১কোটির বিন্দু অতিক্রম করে। প্রথম কেমোথেরাপি দিতে লাগবে ১৫,০০,০০০ টাকা যা ১২ ই মার্চ করতে হবে (অনেকটা শীঘ্রই)
“টাকায় পারে চিরচেনা সেই হাসিকে, মলিন করে দিতে” এই প্রবাদটি উর্ধ্বে অবস্থান করব মানুষের হাত ধরে। একদিন তোমার জন্য আমি, অন্যদিন আমার জন্য অন্য কেউ এভাবে হয় মৈত্রী। আপনাদের হাত ধরে আসুক মলিন হয়ে যাওয়া একটি হাসি, কিছুটা ভালবাসা বাঁচিয়ে দিক একটি প্রাণ।
#মৈত্রী_গণিত
বিঃদ্র – কিশোর কাকার ১০০০ পরিচিত মুখ যদি একজন দশ হাজার মানুষের দ্বারস্থ হয় আর সবার নিকট থেকে যদি ১ টাকা করে পায় অঙ্কটা দাঁড়ায় বরাবর ১০০০০০০০( এক কোটি)।

চিন্তা করছি আমি পারসনালি আমার প্রিয় কিছু মুখের কাছে হাত পাতব। ভিক্ষে চাইব একটি প্রাণ। সাথে থাকলে অনেক অনেক আপ্লুত হব।

যারা দূর হতে এটি পড়ছেন, যাদের সাথে হয়তো পারসনালি কোন কন্টাক্ট নেই তবে ফেসবুকে অনেকটা কাছের মুখ হিসেবে হৃদয়ঙ্গম করতে চেষ্টা করেছি, চেয়েছি যতটা পারি ততটা ভালবাসতে।

তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা #HELP করতে চাইলে আমাকে ইনবক্স করুন অথবা কিশোর কাকার চিকিৎসার জন্য একটি একাউন্ট খোলা হয়েছে চাইলে ওখানে দিতে পারেন।

#একাউণ্ট_নং
BRAC BANK Ltd.
Momin Road Branch.
Account No – 1102100446665001
Account name – Dhrubajyoti Hore

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G