ত্রিশালে বাসে আগুন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
ময়মনসিংহের ত্রিশালে একটি খালি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ইভা ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা আশা পরিবহনের একটি খালি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশ করতে ‘ব্যর্থ হয়ে’ সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ অবরোধের মধ্যে দফায় দফায় হরতালও ডাকা হয়। এ পর্যন্ত যানবাহনে পেট্রোলবোমা হামলায় নিহতের সংখ্যা অর্ধশতাধিক।














