অস্ট্রেলিয়ার প্রজেক্টে সচীন টেন্ডুলকারের মেয়ে, কাজ ঘুরে বেড়ানো

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২৫ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

অস্ট্রেলিয়ার পর্যটন প্রচারণায় যুক্ত হয়েছেন শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। দেশটিতে ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের ‘কাম অ্যান্ড সে জি’ডে (গুড ডে)’ নামের প্রকল্পে তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ভারতীয় পর্যটকদের কাছে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলো তুলে ধরা। সারার দায়িত্ব থাকবে দেশটির বিভিন্ন শহর ও দর্শনীয় স্থান ঘুরে দেখা, ছবি ও ভিডিওর মাধ্যমে সেই অভিজ্ঞতা ভ্রমণপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেওয়া।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৩০ মিলিয়ন ডলারের প্রকল্পের আওতায় অস্ট্রেলিয়ার পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে টেলিভিশন অনুষ্ঠান ও বিজ্ঞাপন তৈরি করা হবে।  সারা টেন্ডুলকার বলেছেন, “এটি শুধু প্রচারণামূলক কাজ নয়, বরং এমন জায়গার গল্প বলা যেখানে ভ্রমণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ভ্রমণ শুধু বিনোদন নয়, এটি মানুষকে নতুনভাবে ভাবতে শেখায় এবং জীবনের নানা দিককে অনুপ্রাণিত করে।” সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থান ঘুরে দেখা কিছু ছবি পোস্ট করেছেন সারা। সর্বশেষ পোস্টে মেলবোর্নের একাধিক ছবি দিয়ে লিখেছেন, “অস্ট্রেলিয়ায় মেলবোর্ন আমার প্রথম ভ্রমণ। এই শহর এখনো জানে কীভাবে দর্শনার্থী আকৃষ্ট করতে হয়।” সারার অংশগ্রহণে অস্ট্রেলিয়া সরকার আশা করছে, ভারতীয় পর্যটকদের মধ্যে দেশটির প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং উভয় দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G