দাবি আদায়ের জন্য ৩৩ ঘণ্টা গাছের উপর বসেছিলেন ভারতের উত্তরখণ্ডের তিন নারী মানবাধিকারকর্মী। অবশেষে দাবি পূরণে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে শুক্রবার গাছ থেকে নামেন তারা। খবরে বলা হয়েছে, বুধবার দুই দফা দাবিতে দেরাদুন জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের কাছের একটি গাছে উঠে অবস্থান করা শুরু করেন তিন নারী মানবাধিকারকর্মী। তারা হলেন— ভুমা রাওয়াত, সাবিত্রি নেগি ও ভুবেনেশ্বরি নেগি।
..বিস্তারিত