শনিবার গফরগাঁওে পাঁচবাগ ইউনিয়নের গলাকাটা বাজার ফেরিঘাটে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে তিনজন নিখোঁজ হয়েছেন। জানা যায়,সকাল ১০টার দিকে একটি নৌকা চরকাটিহারি গ্রাম থেকে ৫০জন যাত্রী নিয়ে গলাকাটা বাজার ঘাটে আসলে নদে প্রচন্ড বাতাস থাকায় যাত্রীরা হুড়োহুড়ি করে নৌকা থেকে নামার চেষ্টা করে। যার ফলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।নৌকার অধিকাংশ যাত্রীরা তীরে উঠতে পারলেও নৌকায় থাকা তিন
..বিস্তারিত