বিনোদন ডেস্ক :
‘ছুঁয়ে দিলে মন’ নাট্যনির্মাতা শিহাব শাহীনের প্রথম চলচ্চিত্র। গত এপ্রিলে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহগুলোতে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো। কিন্তু দর্শকদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে প্রেক্ষাগৃহের বাইরেও বিভিন্ন মিলনায়তনে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
এরই অংশ হিসেবে “নির্মাতা চাটগাঁ” এবার চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুইদিন ব্যাপী ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ।
জেলা শিল্পকলা মিলনায়তনে আগামী ২৯ ও ৩০ জুলাই ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি প্রদর্শিত হবে। প্রতিদিনি তিনটি করে শো অনুষ্ঠিত হবে।
এই তিনটি শো এর সময়সূচী হচ্ছে সকাল ১১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টা।
চট্টগ্রামের বিশদ বাংলা, বাতিঘর, কারেন্ট বুক সেন্টার, শিল্পকলা একাডেমির শফির দোকানসহ প্রদর্শনীর পূর্বে হল কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে।
আয়োজক প্রতিষ্ঠান এর পরিচালক রাহাত কবির জানান, মূলত বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্র ফিরিয়ে আনতে এবং আমাদের দেশের দর্শকদেরকে হলমূখী করতে এই উদ্যেগ নেয়া হয়ছে ৷
শিহাব শাহীনের পরিচালনায় ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে একসঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও জাকিয়া বারি মম। এছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, মিশা সওদাগর, আলীরাজ, আনন্দ খালেদ, নওশাবা খান, সুষমা সরকার, মাহবুবুজ্জামান প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/তাফসির