তরুণ নির্মাতা বাপ্পীর একক চিত্র প্রদর্শনী

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৭ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Bappi 01এ সময়ের তরুণ নির্মাতাদের একজন নাজমুল হক বাপ্পী। বেশ কিছু নাটক ও মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে নিজ অঙ্গনে সম্ভাবনার পরিচয় দিয়েছেন তিনি। তরুণ এই নির্মাতার, চিত্রকর হিসেবেও রয়েছে পরিচিতি। আসছে ২৭ জানুয়ারি, ২০১৭ ধানমন্ডির এ্যালেয়েন্স ফ্রান্সেসে শুরু হবে তার নবম একক চিত্র প্রদর্শনী ‘অনন্ত যাত্রা’।

এ নিয়ে বাপ্পী জানান, এবার চিত্র প্রদর্শনীর মূল বিষয় হচ্ছে প্রকৃতি। আমার মতে প্রকৃতির কোন সীমারেখা নেই। পৃথিবীর সব প্রকৃতির মাঝে আশ্চর্য্য মিল রয়েছে। আর প্রকৃতিই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। একটা চিত্র প্রদর্শনী কোন অংশেই একটা চলচ্চিত্র থেকে কম না। একটা সিনেমায় যেমন গল্প থাকে, মেসেজ থাকে তেমনি একটা চিত্র প্রদর্শনীতেও এর থেকে বেশি মেসেজ বা গল্প থাকতে পারে।’

বাপ্পী আরও জানান, ‘জানুয়ারির ২৭ তারিখের ওই প্রদর্শনীতে আমি আমার শিক্ষক, বন্ধু এবং ভক্তসহ সবাইকে আসতে অনুরোধ করছি। আশা করি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারবো।’৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই চিত্র প্রদর্শনী।

উল্লেখ্য, এর আগে বাপ্পী দেশে ৫টি এবং বিদেশে ৩টি একক চিত্র প্রদর্শনী করেছেন। গ্রুপ শো করেছেন ৫০টিরও বেশি।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G