বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন নিদ্যানন্দ, ৬৯ বছর বয়সে পিএইচডি অর্জন

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২৫ সময়ঃ ৭:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

১৯৯৯ সালে মরিশাস থেকে যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান নিদ্যানন্দ রায়। উদ্দেশ্য ছিল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা। তিনি বাবাকে প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, ততদিন পড়াশোনা চালিয়ে যাবেন। দুই দশকের বেশি সময় পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি রেখেছেন নিদ্যানন্দ। এখন ৬৯ বছর বয়সে মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

বিবিসি রেডিও লন্ডনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি গরিব পরিবার থেকে এসেছেন। বাবা নাপিত, মা পরিচারিকা। ছোটবেলায় স্কুলে যেতে পারেননি, বন থেকে কাঠ ও ফলমূল সংগ্রহ করতেন। এ অভিজ্ঞতাই তাকে শৃঙ্খলাবোধ ও জ্ঞান অর্জনের পথে অনুপ্রাণিত করেছে।

নিদ্যানন্দ দেশ ছাড়ার কারণ হিসেবে বলেন, নিজ দেশে পড়াশোনার সুযোগ সীমিত ছিল। যুক্তরাজ্যকে তিনি ‘সুযোগের ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করেন, যেখানে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। স্নাতকোত্তর ডিগ্রি শেষে তিনি সোয়ানসি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার প্রস্তাব পান, তবে কাজের সুযোগ না থাকায় তা করতে পারেননি।

যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার জন্য কঠিন সংগ্রাম করতে হয়েছে নিদ্যানন্দকে। দীর্ঘ সময় পরিবারের খরচ চালাতে স্কুলশিক্ষক স্ত্রী ল্যাকসোমিকে সাহায্য করতে পারেননি, বরং স্ত্রীই তখন পরিবারের দায়িত্ব নিয়েছিলেন। নিদ্যানন্দ বলেন, “আমাকে চাকরি খুঁজতে, স্থায়ী হতে ও সবকিছু নিজেই করতে হয়েছিল।”

নিজের পিএইচডি গবেষণায় তিনি মৌরিতানিয়ার ক্রেওলের ফরাসিভাষী সম্প্রদায়ের ঔপনিবেশিক–পরবর্তী অভিজ্ঞতা নিয়ে পড়াশোনা করেছেন। মিডলসেক্স ইউনিভার্সিটির অধ্যাপক এলিনোর কফম্যানের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক বলেন, “আমি তাঁর সাফল্যে রোমাঞ্চিত। আশা করি, তিনি তার উল্লেখযোগ্য গবেষণা চালিয়ে যাবেন।”

নিদ্যানন্দ নিজেকে গর্বিত মনে করছেন, বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করায়। তিনি বলেন, “আমি বাবাকে গর্বিত করেছি।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G