মহাসড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ডের বিএনপির চার নেতা বহিষ্কার

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২৫ সময়ঃ ১:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে সোমবার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তাঁর সমর্থকেরা। ভাটিয়ারি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও স্লোগান দেওয়ায় প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে বিপুল যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন।

এ ঘটনায় রাতেই সংশ্লিষ্ট চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে সীতাকুণ্ডের কদমরসুল, ভাটিয়ারি বাজার ও জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G